• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

শাবিতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত


শাবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৩:০১ পিএম
শাবিতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত
শাবিতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আইএমএলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইএমএলের ফরাসি ভাষার সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অনুষদটির পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর।

প্রধান অতিথির বক্তব্যে ড. তৈমুর বলেন, “আমরা আমাদের শিক্ষার্থীদের আধুনিক ভাষা শিক্ষায় মানসম্মত শিক্ষা দিয়ে থাকি। ভাষা শিক্ষা মূলত ব্যবহারিক বিষয়, যা শিখতে চাইলে নিয়মিত চর্চা প্রয়োজন। তাই আমরা যে দিকনির্দেশনাগুলো দেবো, সেগুলো আপনারা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। আশা করি আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা সফল হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষদের জার্মান ভাষার উপদেষ্টা অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন, ইংরেজি ভাষার উপদেষ্টা অধ্যাপক মো. সিকান্দার আলী, চায়নিজ ভাষার উপদেষ্টা ড. খন্দকার মো. মমিনুল হক ও আরবি ভাষার সহকারী অধ্যাপক মো. হেদায়েতুল্লাহ আল হাদী প্রমুখ।
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!