• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইআইআইএন না থাকা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ১১:৩৭ এএম
ইআইআইএন না থাকা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি
ছবি: সংগৃহীত

নতুন কারিকুলাম বিস্তরণ সংক্রান্ত কাজের জন্য ইআইআইএন বা এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর নেই এমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ নভেম্বর) মাউশির পরিচালক (প্রশাসন) অধ্যাপক মোঃ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের সব জেলা শিক্ষা অফিসারদের কাছ থেকে এ তথ্য চাওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, নতুন কারিকুলাম বিস্তরণ সংক্রান্ত কার্যক্রমের জন্য ইআইআইএন (EIIN) না থাকা প্রতিষ্ঠানের তথ্য প্রয়োজন। সব জেলার ইআইআইএন-বিহীন প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ) তথ্য আগামী ১৬ নভেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে ([email protected]) ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!