সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী আহত


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩, ০৭:৩১ পিএম
সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী আহত
ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইরফান উল্লাহ আহত হয়েছেন। তিনি পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জাগরঝুলি বিশ্ব রোডে ‍এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুবি শিক্ষার্থী ইরফান বাইসাইকেলযোগে টিউশনিতে যাচ্ছিলেন। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তার সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তার বাম হাত ভেঙে গেছে এবং ডান হাতেও প্রচণ্ড আঘাত লেগেছে। এসময় তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

ঘটনার পর তাকে দ্রুত কুমিল্লা মেডিকেলে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, “দুর্ঘটনার বিষয়টি আমি শুনেছি। সে গুরুতর আহত হয়েছে। ইরফানের সঙ্গে তার কয়েকজন বন্ধু আছে। তারা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঢাকা নিয়ে গেছে। আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

ময়নামতি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, “তিশা প্লাস বাসটিকে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!