নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগ আর থাকছে না। শিক্ষার্থীরা একটি বিভাগের আওতায় পড়াশোনা করবে। আগামী বছর থেকে এই নীতি চালু হবে।
সোমবার (২৩ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
আদেশে বলা হয়, মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ হতে ৯ম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন না থাকার বিষয়ে মাঠ পর্যায়ে পত্র জারির প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।
এর আগে সেপ্টেম্বর মাসে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক স্মারকের (মাউশির স্মারক নং-৩৭.০২.০০০০.১০৭.৩১.১৫০.২০২৩.৩০১৫, তারিখ: ২১.০৯, ২০২৩ খ্রি.) সূত্রে এই পত্র জারি করা হয় বলে আদেশে বলা হয়।
এদিকে চলতি বছর এনসিটিবিতে নতুন কারিকুলামের বই উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু জ্ঞান নয়; শিক্ষার্থীদের দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ; ল্যাবরেটরি প্রয়োজন হবে। যদি কোন প্রতিষ্ঠান নিজেরা সেটা ম্যানেজ করতে না পারে, তাহলে আমরা করবো।
এরই অংশ হিসেবে চলতি বছর ২০২৩ সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হয়েছে। ২০২৪ সালে চালু হবে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে চালু হবে পঞ্চম ও দশম শ্রেণিতে। উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ২০২৬ সালে ও দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে চালুর মধ্য দিয়ে পুরোপুরিভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।