• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

ঈদুল আজহায় ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জবি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২৩, ০৮:৪৩ পিএম
ঈদুল আজহায় ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ২৩ জুন থেকে শুরু হয়ে ছুটি শেষ হবে ৮ জুলাই। মূল ছুটি ১২ দিন হলেও ছুটির আগে ও পরে শুক্র এবং শনিবার হওয়ায় মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ২৫ জুন রোববার থেকে ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ১২ দিন বন্ধ থাকবে। তবে ছুটির আগে ও পরে শুক্র এবং শনিবার হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের সকল ইন্সটিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে ৩ জুলাই সোমবার পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা ( বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার- পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!