• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

অবরোধেও চলবে ইবির ক্লাস-পরীক্ষা


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০৬:০৯ পিএম
অবরোধেও চলবে ইবির ক্লাস-পরীক্ষা

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির মধ্যেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস-পরীক্ষাসমূহ চলমান থাকবে।

শনিবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হবে এবং অফিস যথারীতি খোলা থাকবে।

এদিকে অবরোধের কারণে ওই দিনগুলোতে ইবিতে অনুষ্ঠিতব্য ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস।

রোববার (৫ নভেম্বর) ও সোমবার (৬ নভেম্বর) অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত। এর আগে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর) টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত। এ সময় ক্লাস চালু রেখে সমস্ত পরীক্ষা বন্ধ রাখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া কুষ্টিয়া-ঝিনাইদহ ও শৈলকূপা থেকে ক্যাম্পাসে গমনকারী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী পরিবহনগুলো কঠোর পুলিশি নিরাপত্তায় চালু ছিল।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!