• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

শাবিতে ফের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


শাবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০২:৪২ পিএম
শাবিতে ফের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বছর না ঘুরতেই ফের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আরিফুল হক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সকালে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ১০ তলা থেকে পড়ে নির্মাণশ্রমিক আহত হয়েছেন বলে জেনেছি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে পুলিশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে মরদেহ হস্তান্তর করবে।”

ভবনে কর্মরত আরেক শ্রমিক শরিফুল ইসলাম সাকিব বলেন, “আমরা চারজন মিলে কাজ করছিলাম। আরিফুল এখানে হেলপার হিসেবে কাজ করছিল। কাজের সময় হঠাৎ সে পা পিছলে নিচে পড়ে যায়। এতে সে চোখে ও মাথায় প্রচণ্ড আঘাত পায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে সে মারা গেছে বলে শুনেছি।”

এর আগে, চলতি বছরের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়ার্কশপের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হয়ে নাঈম আহমেদ নামের এক রংমিস্ত্রি নিহত হন।

Link copied!