বিএনপির অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ফটকে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাবি ছাত্রদলেরএ সভাপতি খোরশেদ আলম সোহেল।
শনিবার (৪ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে তালা ও ব্যানার টাঙানো হয়েছে বলে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবিসংবলিত ওই ব্যানারে লেখা ছিল, “অবরোধ, অবরোধ, অবরোধ। রাষ্ট্র মেরামতের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।”