• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র চবি


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৬:১৫ পিএম
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুইটি গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়েছে। দুইটি হলো শাহ জালাল হলের সিক্সটি নাইন ও শাহ আমানত হলের সিএফসি। তাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শুক্রবার (১৬ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গতরাতের মারামারির জের ধরে এ সংঘর্ষ বাঁধে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

সিএফসি গ্রুপের নেতাকর্মীরা শাহ আমানত হলের গেটে এবং সিক্সটি নাইনের নেতাকর্মীরা শাহ জালাল হলের গেটে অবস্থান করছেন। এ সময় উভয় গ্রুপের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে।

সিএফসি উপ-গ্রুপের নেতা কর্মীরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত। অপরদিকে সিক্সটি নাইনের নেতা-কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনের কালাম স্টেশনের সামনে সিএফসির কর্মী ফাহিমকে মারধর করেন সিক্সটি নাইনের কয়েকজন কর্মী। সেই ঘটনার জের ধরে আজকেও চলছে সংঘর্ষ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!