• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

রাবিতে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ প্রোগ্রামে ভর্তির সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০২:৪৫ পিএম
রাবিতে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ প্রোগ্রামে ভর্তির সুযোগ
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ (জানুয়ারি-জুন) শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ-এ কয়েকটি প্রোগ্রামগুলোতে ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আবেদন করতে পারবেন।

প্রোগ্রামগুলো হল—
এক বছর মেয়াদি এমএ ইন ইএলটি/ইএল

যোগ্যতা : ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি। ইংরেজি ব্যতীত অন্য যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ ইএলটিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা। স্নাতক (পাস) ডিগ্রিসহ ইংরেজি বিষয়ে এম এ ডিগ্রি।

দুই বছর মেয়াদি এমএ ইন ইএলটি

যোগ্যতা: তিন বছর অথবা দুই বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি। ইংরেজি ব্যতীত অন্য যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি। স্কুল/হাইস্কুল পর্যায়ে স্নাতক (পাস) ডিগ্রিধারী ইংরেজি বিষয়ের শিক্ষকেরা। শিক্ষকতার অভিজ্ঞতার প্রমাণপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

পিজিডি ইন ইএলটি

যোগ্যতা: স্কুল/হাইস্কুল পর্যায়ের ইংরেজি বিষয়ের শিক্ষকেরা। স্নাতক (পাস) ডিগ্রিধারী স্কুলশিক্ষকদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত ইংরেজি বিষয়ের শিক্ষকতার প্রমাণপত্র জমা দিতে হবে।

স্নাতক (পাস) ডিগ্রি।

ইংরেজি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি।

ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।

আবেদন ফরম বিতরণ ও জমা—
এক/দুই বছর মেয়াদি এমএ ইন ইএলটি/ইএল ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমা গ্রহণ চলছে। ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে ফরম গ্রহণ ও জমা দান।

ভর্তি পরীক্ষা: ২৯ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার স্থান: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ২৩১ নম্বর কক্ষে হবে ভর্তি পরীক্ষা।

ভর্তির তারিখ: জরিমানা ছাড়া আগামী ৭ জানুয়ারি ১১ জানুয়ারি পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ২০০ টাকা জরিমানাসহ ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

ক্লাস শুরু: ১২ জানুয়ারি।

৬ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স

  • সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ (লেভেল–১, লেভেল–২)
  • সার্টিফিকেট কোর্স ইন ফেঞ্চ (লেভেল-১, লেভেল-২)
  • সার্টিফিকেট কোর্স ইন জার্মান (লেভেল-১, লেভেল-২)
  • সার্টিফিকেট কোর্স ইন জাপানিজ
  • সার্টিফিকেট কোর্স ইন চাইনিজ
  • সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান
  • সার্টিফিকেট কোর্স ইন নার্সেস।

যোগ্যতা
এইচএসসি (সমমান) পাস।

৬ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন ও ফরম বিতরণ চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে ফরম গ্রহণ ও জমা দান।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!