ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।
শনিবার (১৯ নভেম্বর) সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কনস্টিট্যুয়েন্ট কলেজের অধ্যক্ষ, ইনস্টিটিউটের পরিচালকদের অংশগ্রহণে বেলা ১১টা ৫৫ মিনিটে আচার্যের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টায় কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন শুরু হয়।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জ্যঁ মার্সেল তিরোল। তাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করার কথা রয়েছে।
জানা গেছে, ৩০ হাজার ৩৪৮ জন সমাবর্তনপ্রত্যাশীদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানে যুক্ত থাকবেন। এ ছাড়া অধিভুক্ত সাত কলেজের ২৭ হাজার ৭৯৬ জন সমাবর্তনে অংশ নেবেন। অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ১৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

উচ্চশিক্ষা জীবনের পাঠের সমাপ্তির পরিপূর্ণতা ঘটে সমাবর্তনের মাধ্যমে, তেমনি ৩০ হাজার ৩৪৮ জন গ্রাজুয়েট ও গবেষকের পরিপূর্ণতা পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের মাধ্যমে। পুরো ক্যাম্পাসজুড়ে গ্রাজুয়েটদের এমন উপস্থিতিতে উৎসবমুখর আমেজ বিরাজ করছে।
চিরাচরিত কালো গাউন আর মাথায় সমাবর্তন ক্যাপ পরে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন কেন্দ্রীয় খেলার মাঠে। বন্ধুবান্ধবদের সঙ্গে হইহুল্লোড় আর ছবি তোলার হিড়িক চলছে ক্যাম্পাসজুড়ে।
বেশ কয়েকজন সমাবর্তনপ্রত্যাশী বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে এ বিশেষ দিনটির জন্য অপেক্ষা করেছি। অনুষ্ঠানের আগে ছবি তুলছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। বেশ আনন্দ লাগছে।”