• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

শাস্তিস্বরূপ ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৫৯ পিএম
শাস্তিস্বরূপ ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানিতে শুল্ক ৫০ শতাংশে পৌঁছেছে। রাশিয়ার তেল কেনা থেকে বিরত না থাকায় তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিল।

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই আদেশের ২১ দিন পর পূর্বাঞ্চলীয় গ্রীষ্মকালীন সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিট (২১ দিন পর) থেকে এই শুল্ক কার্যকর হবে।

হোয়াইট হাউজ বলেছে, ভারতের রুশ তেল আমদানি ও পুনরায় বাজারে বিক্রি রাশিয়ার যুদ্ধ তহবিলকে আরও শক্তিশালী করছে। এতে আরও বলা হয়েছে, এই শুল্ক অন্য দেশগুলোকে রাশিয়ার অর্থনীতিকে সহযোগিতা করা থেকে বিরত রাখবে। যুক্তরাষ্ট্র অন্যান্য রুশ তেল আমদানিকারক দেশগুলো শনাক্ত করবে এবং প্রয়োজন হলে প্রেসিডেন্টের কাছে আরও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে।

ট্রাম্প এর আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন। তখন তিনি বলেছিলেন ইউক্রেনে রাশিয়ার অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না।

ইতোমধ্যে ৩১ জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছিন মার্কিন প্রেসিডেন্ট। তখন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিলো।

তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রফতানি খাত। চীন, ভারত ও তুরস্ক মস্কোর সবচেয়ে বড় ক্রেতা।

বর্তমানে ভারত রাশিয়ার খনিজ তেলের সব থেকে বড় আমদানিকারক দেশ। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনের ওপরে আক্রমণ করার পর থেকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমিয়ে দিয়েছে। তবে ওই সময় থেকেই রাশিয়ার কাছে ভারত একটা বড় বাজার হয়ে উঠেছে।

Link copied!