• ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৭ সফর ১৪৪৬

শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই খান পান্নার আবেদন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০১:২১ পিএম
শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই খান পান্নার আবেদন 
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। সুপ্রিম কোর্টের এই আইনজীবী মঙ্গলবার (১২ আগস্ট) ট্রাইব্যুনালে আবেদন করেন। 

জেড আই খান পান্নার আবেদন আমলে নেননি আদালত। ট্রাইব্যুনাল জানিয়েছেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

ট্রাইব্যুনাল আরও জানান, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এ পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই।

জেড আই পান্নার আবেদনটি আদালতে জমা দেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। দুপুর ১২টায় জুলাই গণত্যার দুটি মামলার সাক্ষ্যগ্রহণের আগে আবেদনের বিষয়টি তুলে ধরেন এই আইনজীবী। জবাবে আদলত জানান, ইতোমধ্যে হাসিনার আইনজীবী নিয়োগ হয়েছে এখন বিষয়টি অপ্রাসঙ্গিক।

Link copied!