• ঢাকা
  • শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৬

মেডিকেল কলেজগুলোতে আসছে অভিন্ন নীতিমালা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১১:২৩ এএম
মেডিকেল কলেজগুলোতে আসছে অভিন্ন নীতিমালা
ছবি : সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলো নানা সমস্যায় জর্জরিত। মেডিকেল কলেজগুলোর হোস্টেল সংকট সমাধানে বড় উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। মেডিকেল শিক্ষার্থীদের জন্য ১৯টি হোস্টেল নির্মাণের কাজ চলছে, যা ১০ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করবে। পাশাপাশি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়নে কাজ চলছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য খাতের অর্জন ও পরিকল্পনা বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘দেশের অনেক মেডিকেল কলেজ হোস্টেলের আবাসন ব্যবস্থা অত্যন্ত নাজুক। কোথাও কোথাও ভবনের ভগ্নদশা থেকে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এই বাস্তবতায় মেডিকেল কলেজগুলোতে ১৯টি হোস্টেল নির্মাণের কাজ চলছে। এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী আবাসনের সুযোগ পাবে।’

এ ছাড়া সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর জন্য অভিন্ন নীতিমালা প্রণয়নের কথাও জানান তিনি। তার ভাষায়, ‘মেডিকেল শিক্ষায় বৈষম্য দূর করতে আমরা অভিন্ন নীতিমালা প্রণয়নে কাজ করছি, যাতে সরকারি-বেসরকারি সব কলেজই একই মানদণ্ডে মূল্যায়িত হয়।’

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ চালু রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা জানান, সরকার চায়—সব প্রতিষ্ঠানই যেন সমান গুরুত্ব ও মান বজায় রেখে পরিচালিত হয়।

Link copied!