• ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৬

ভুয়া মেজর শাহীনুজ্জামান মিথুনকে কারাগারে প্রেরণের নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৬:০৩ পিএম
ভুয়া মেজর শাহীনুজ্জামান মিথুনকে কারাগারে প্রেরণের নির্দেশ

প্রতারণা মামলায় শাহীনুজ্জামান (৩৬) মিথুন নামের এক আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন  আদালত।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) কোতয়ালী থানার এক মামলায় সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেপ্তার শাহীনুজ্জামান মিথুন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কোটপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের (আলফাজ) ছেলে। 

মামলা সূত্রে জানা যায়,  শাহিনুজ্জামান মিথুন নিজেকে মেজর পরিচয় দিয়ে ব্যবসা করার উদ্দেশে ৬টি গাড়ির জাল দলিল তৈরি করে সেগুলো অন্যত্র হস্তান্তর করেন। চলতি বছরের গত ২০ এপ্রিল  আপোষের শর্তে মামলা বাদী আজিজুল হকের জিম্মায় জামিন পান শাহীনুজ্জান মিথুন। পরবর্তীতে মিথুন আপোষের শর্ত ভঙ্গ করায় আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

উল্লেখ্য, শাহীনুজ্জান মিথুনের বিরুদ্ধে সেনা কর্মকর্তার আত্নীয় পরিচয় দিয়ে বাদী আজিজুল হকের কাছ  থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া মিথুনের বিরুদ্ধে   চুয়াডাঙার জীবননগরেও মেজর পরিচয় দিয়ে প্রতরণার অভিযোগে মামলা রয়েছে।

সূত্র : যায়যায়দিন

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!