• ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৬

যান্ত্রিক ত্রুটি, বিমানের ২ ফ্লাইট বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৫:৩৭ পিএম
যান্ত্রিক ত্রুটি, বিমানের ২ ফ্লাইট বাতিল

ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট দুটি বাতিল করা হয়। 
 
যান্ত্রিক ত্রুটির কারণে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে; আবার কোনোটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা-কুয়েত ও দুবাই রুটের উভয় ফ্লাইটই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনার কথা ছিল। কিন্তু উড়োজাহাজের সংকটে বিকেল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে। 


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, বাতিল হওয়া কুয়েত ও দুবাই ফ্লাইট দুটি বুধবার (১৩ আগস্ট) পরিচালিত হবে। নতুন সূচি যাত্রীদের জানানো হচ্ছে।

গত রোববার রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিমানের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ গ্রাউন্ডেড হয়। ২৬২ জন যাত্রী নিয়ে ওই ফ্লাইটটি আটকা পড়ে। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, রোম-ঢাকা ফ্লাইট বিজি ৩৫৬-এর ডানার ফ্ল্যাপ ঠিক করতে লন্ডন থেকে অতিরিক্ত যান্ত্রিক সরঞ্জাম (স্পেয়ার পার্টস) পাঠানো হচ্ছে। ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়।

জানা যায়, গত এক মাসে উড়াল দেওয়ার আগে-পরে বিমানের অন্তত ৯টি উড়োজাহাজে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে চাকা খুলে পড়া বা ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বৃদ্ধি, ল্যান্ডিং গিয়ারের দরজা না বন্ধ হওয়া। ফলে শিডিউল বিপর্যয়ের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এ সংস্থা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!