• ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৯:২২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের ভিসি। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বছরের ১৭ জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি।

প্রক্টর বলেন, হল রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে। তবে কমিটি ঘোষণা নিয়ে শনিবারই বিভিন্ন হলের প্রভোস্টদের সঙ্গে বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল। এই কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাত থেকেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ-মিছিল শুরু করে। একপর্যায়ে তারা বিক্ষোভ-মিছিল ও রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সমাবেশ শেষ করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্তসহ ৫ দাবি জানান। একপর্যায়ে ভিসি ও প্রক্টর বাসা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের কথা শোনেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের ১৭ জুলাই হল রাজনীতি বন্ধ ঘোষণা করলেও শুক্রবার বিভিন্ন হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। প্রশাসনের আশ্বাসে রাতেই কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

Link copied!