নীলফামারীর সৈয়দপুরে তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা মুন্সিপাড়ার শহীদ মোস্তফা লেনের রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রেলের ওই কোয়ার্টারটি চটপটি-ফুচকা বিক্রেতা জাহিদুল ইসলামের। তিনি গত দশ বছরের বেশি সময় ধরে পরিবার নিয়ে সেখানে বাস করছেন।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, জাহিদুল ইসলাম গত তিনি মাস থেকে ওই কোয়ার্টারে একাই থাকতেন। তাঁর স্ত্রী রওশন আরা চট্টগ্রামে ছেলের বাড়িতে বেড়াতে গিয়েছেন। গত রোববার সকালে প্রতিদিনের মতই বাড়ির দরজায় তালা মেরে বাইরে যান জাহিদুল। তারপর আর দেখা যায়নি তাকে। মঙ্গলবার সকালে বাইরে থেকে সেলিনা বেগম নামে এক প্রতিবেশীকে ফোন করে লাশটির কথা জানিয়ে দাফনের ব্যবস্থা করতে বলেন।
প্রতিবেশী সেলিনা বেগমের ভাষ্য, জাহিদুল ইসলাম অনেক রাত করে বাড়ি ফিরতেন। শনিবার রাতে যেকোনো সময় ওই নারীকে নিয়ে ঘরে ঢোকেন তিনি। পরেরদিন সকলে ঘরে তালা মেরে বের হতে দেখেন সেলিনা। তারপর আর ফিরতে দেখা যায়নি তাকে। মঙ্গলবার সকালে মোবাইল ফোনে কল দিয়ে জাহিদুল তাকে বলেন, “আমার ঘরে এক নারীর মরদেহ রয়েছে। আপনি দয়া করে লাশের কাফন-দাফনের ব্যবস্থা করেন।”
ফোনে এ কথা শুনে ছুটে যান, গিয়ে দেখেন জাহিদুলের ঘরে দরজায় তালা। ভেতরে সিলিং ফ্যান চলছে এবং সেখান থেকে দুর্গন্ধ আসছে। সঙ্গে সঙ্গে আশপাশের মানুষদের জানান তিনি। খবর দেওয়া হয় পুলিশকে। দরজার তালা ভেঙে ঘরে ঢুকে পুলিশ দেখে, খাটে চাদরে মোড়ানো অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে। জাহিদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































