• ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৬

৯৩৫ কোটি ৭১ লাখ টাকায় যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ কিনবে সরকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৬:০৬ পিএম
৯৩৫ কোটি ৭১ লাখ টাকায় যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ কিনবে সরকার

দেশে পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র থেকে দুইটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। যার মূল্য ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা। 

মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ শিপিং করপোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি, নিউ ইয়র্ক থেকে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনবে। প্রতিটি জাহাজ ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি বহন করার ক্ষমতা রাখে।

এছাড়া পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৪৮৪ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৬৯৪ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে— যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯০ মার্কিন ডলার।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!