ভোজ্যতেল পাম অয়েলের দাম লিটারে কমল ১৯ টাকা । প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ এবং চাহিদা পর্যবেক্ষণ করে থাকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে দেশের বাজারে দাম কমানোর সিদ্ধান্ত হয়।
বাণিজ্য সচিব জানান, দাম কমিয়ে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে এই তেল কিনতে পারবেন।
বাণিজ্য সচিব আরও জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম না কমায় এই মুহূর্তে এই তেলের দাম কমানো সম্ভব হয়নি। সয়াবিন তেল আগের মতো লিটার ১৮৯ টাকা অপরিবর্তিত থাকবে।