ঢাকায় পরপর কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হল দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে মনে করছেন শিক্ষার্থীরা।
এ পরিপ্রেক্ষিতে আগামীকাল (রোববার) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পজনিত কারণে কিছু শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।
এর আগে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
তিনি আরও লেখেন, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসিকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি; তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই অফিসিয়াল ঘোষণা আসবে।








































