• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

কুমিল্লা বোর্ডে পাসের হার কম, বেশি কোন বোর্ডে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১০:৫২ এএম
কুমিল্লা বোর্ডে পাসের হার কম, বেশি কোন বোর্ডে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। তবে এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার সর্বাচ্চ। এবারের পাসের হার ৭৫.৬১।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৮২ শতাংশ। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। এ ছাড়া কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। এ ছাড়া যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ এবং সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন।

অন্যদিকে চলতি বছর বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ।

Link copied!