• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে অবরুদ্ধ, হামলার অভিযোগ


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৫:২৭ পিএম
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে অবরুদ্ধ, হামলার অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪ নম্বর আওনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীনকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক, সিএনজি অটোরিকশা, পেট্রল পাম্প, ইটভাটা ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা লোকদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১ জন আহত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান শাহীন (আনারস) অভিযোগ করেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রেখে প্রচারণায় বাধা ও কর্মী-সমর্থকদের  হুমকি দিয়ে আসছে। তারা আনারসের নির্বাচনী অফিস দখল দিয়ে রাখে। মঙ্গলবার দুপুরে আনারস প্রতীকের প্রচার মাইক বের হলে নৌকার লোকজন জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় হামলা চালায়। হামলাকারীরা আনারসের প্রচার মাইক, সিএনজিচালিত অটোরিকশা, স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের মালিকানাধীন ফিলিং স্টেশন ও ইটভাটা ভাঙচুর করে। একই সময় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। উভয়পক্ষের সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ জন কর্মী আহত হয়। গুরুতর আহত শাহানশাহ ও নূরে আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বেল্লাল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীর লোকজন সংঘর্ষের সূত্রপাত করেছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ব্যাপারে তিনি বলেন, “স্বতন্ত্র প্রার্থীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হলে তো আমার লোকজনই করতে পারে।”

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!