• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রোববার থেকে বুস্টার ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০২:০৫ পিএম
রোববার থেকে বুস্টার ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী

রোববার (১৯ ডিসেম্বর) সকালে বুস্টার টিকার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ‌্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মধ্যে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামীকাল সকালে বুস্টার টিকার কার্যক্রম কার্যক্রম শুরু করা হবে। শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনার ব্যক্তিরা এই বুস্টার ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকাগ্রহীতাদের সংখ্যা বাড়তে থাকবে।”

এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

Link copied!