• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

রামেকে আরও ২৫ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৫৩ এএম
রামেকে আরও ২৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের শেষ খবর পাওয়া পর্যন্ত এই তথ্য জানা যায়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রোগীদের মধ্যে ৯ জন করোনায় এবং ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ও এর উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ৯ জন ও সাতক্ষীরায় ৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সারাদেশে সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৬ জনের।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। এতে করে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জন।

Link copied!