• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

অ্যাকাউন্ট থেকে গ্রাহকের টাকা উধাও, যা বলছে ব্যাংক


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ১০:৩২ এএম
অ্যাকাউন্ট থেকে গ্রাহকের টাকা উধাও, যা বলছে ব্যাংক
প্রাইম ব্যাংকের হাজীগঞ্জ বাজার শাখা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের বেসরকারি প্রাইম ব্যাংকের শাখা থেকে দুই গ্রাহকের ২ লাখ ৫৮ হাজার টাকা উধাওয়ের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ব্যাংকে পৃথকভাবে গিয়ে নিজেদের অ্যাকাউন্টে না থাকার বিষয়টি জানতে পারেন বলে অভিযোগ ভুক্তভোগী দুই নারীর। 

ভুক্তভোগী গ্রাহকেরা হলেন ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকার মাসুদা বেগম ও কচুয়া উপজেলার সাচার এলাকার সুমি আক্তার। এর মধ্যে মাসুদা বেগমের ১ লাখ ৩১ হাজার টাকা খোয়া গেছে। সুমি আক্তার খুইয়েছেন ১ লাখ ২৭ হাজার টাকা। ভুক্তভোগীদের স্বামীরা মালয়েশিয়াপ্রবাসী।

ভুক্তভোগীদের ভাষ্য, তারা দুজনই নিজেদের স্বামীর কথামতো প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খুলে লেনদেন শুরু করেন। এখন ব্যাংকে রাখা টাকা ফেরত চেয়ে পৃথক দুটো অভিযোগ দিয়েছেন তারা।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দুই গ্রাহক চলতি বছরের জুন মাসেই নতুন হিসাব খুলেছে এবং তাদের অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে টাকা লেনদেন হয়েছে। তবে ভুক্তভোগীদের দাবি তারা বিকাশে টাকা নেননি। এমনকি ব্যাংকে দেওয়া তাদের মোবাইল ফোন নম্বরে কোনো ওটিপি বা মেসেজ যায়নি।

ভুক্তভোগী মাসুদা বেগম বলেন, ‘স্বামীর কথামতো প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি। চেক বই নিতে এসে দেখি অ্যাকাউন্টে টাকা নাই।’

সুমি আক্তার বলেন, ‘স্বামীর কথামতো ব্যাংকে টাকা চেক করতে গিয়ে দেখি অ্যাকাউন্ট শূন্য। এটা কীভাবে সম্ভব? আমার মোবাইলে কোনো প্রকার ওয়ানটাইম পাসওয়ার্ড (ওটিপি) বা মেসেজ আসেনি। আমরা টাকাগুলো ফেরত চাই।’

ব্যাংক স্ট্যাটেমেন্টে দেখা যায়, গত ২৫ জুন মাসুদা বেগমের অ্যাকাউন্ট থেকে ৭ বারে ৮০ হাজার টাকা, ২৬ জুন ৪১ হাজার টাকা বিকাশের মাধ্যমে টাকাসহ মোট ১ লাখ ২১ হাজার টাকা নেওয়া হয়েছে।

অন্যদিকে সুমি আক্তারের অ্যাকাউন্ট থেকে ২৬ জুন তিনবারে ৫৫ হাজার, ২৯ জুন ৪ বারে ৭৭ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৭ হাজার বিকাশে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে হাজীগঞ্জ প্রাইম ব্যাংক শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবু সাঈদ ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

পরে ব্যাংকের মিডিয়া কর্মকর্তা নাজির হোসেন বলেন, ‘দুই গ্রাহকের একই নিয়মে টাকা লেনদেন হয়েছে। বিকাশের মাধ্যম তাদের এই লেনদেন হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Link copied!