চাঁদপুরের কচুয়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কড়ৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঊর্মি, মো. রিফাত ও সাদ্দাম হোসেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত ঘটনাস্থলে মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মারা যান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।