• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ট্রলারডুবির চারদিন পর ৪ জনের মরদেহ উদ্ধার


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৯:৪৭ এএম
ট্রলারডুবির চারদিন পর ৪ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির চার দিন পর মা-মেয়েসহ ৪ জনের মরদেহ ভেসে উঠেছে। এ ঘটনায় আরো ৬ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (৯ জানুয়ারি) তাদের মরদেহ ভেসে ওঠে।

এর আগে গত ৮ জানুয়ারি ট্রলারডুবির চার দিনেও নিখোঁজ ১০ জনের সন্ধান না মেলায় বিক্ষোভ করে স্বজনরা। এদিকে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত ও নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।

এর আগে বুধবার (৫ জানুয়ারি) সকালে ফতুল্লার বক্তাবলী সিপাইবাড়ি খেয়াঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ধলেশ্বরী নদীর মাঝখানে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা লাগলে ডুবে যায় ট্রলারটি। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ নজন নিখোঁজ হন।

Link copied!