নওগাঁয় চলতি বর্ষা মৌসুমে ফসলি জমিতে পানি না থাকায় আমন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। জেলার ১১টি উপজেলার কৃষকেরা লাভের আশায় আমন ধান আবাদে ঝুঁকছেন। কিন্তু এবার ফসলি জমিতে পানি না থাকায় বিপাকে রয়েছেন তারা। চলতি বছরে আমন ধানের লক্ষ্যমাত্রার ২ লাখ হেক্টর জমিতে চাষাবাদ হলেও ধান হবে কি না, এ নিয়ে কৃষকরা শঙ্কায় রয়েছেন।
কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর আমন ধান চাষাবাদ হলেও ফসলি জমিতে নেই কোনো পানি। টানা কয়েক দিন বৃষ্টি হলেও এখন আর বৃষ্টির দেখা নেই। এতে জমিতে পানির সংকট দেখা দিয়েছে। পানি না হলে কোনোভাবেই আমনের আবাদ ঘরে ওঠানো সম্ভব নয়।
জেলার ১১টি উপজেলার প্রায় বিলে এ ধানের চাষাবাদ করা হলেও পানি না থাকায় ফসল ওঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক।
জেলা কৃষি কর্মকর্তা শামসুল ওয়াদুদ বলেন, “চলতি বছর আমন ধান অনেকেই চাষাবাদ করেছেন। কিন্তু ফসলি জমিতে পানি না থাকায় কাঙিক্ষত ফসল পাওয়ার সম্ভাবনা কম।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































