• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চশমাখালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০১:৫১ পিএম
চশমাখালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের চশমাখালে তলিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর শিশু মো. কামাল উদ্দিনের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মির্জা খালের শুকলবহর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান। 

এর আগে সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে নগরের ষোলশহর শপিং কমপ্লেক্সের বিপরীতে চশমা খালে বোতল কুড়াতে নেমে নিখোঁজ হয় কামাল। খবর পেয়ে মঙ্গলবার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।

আনিসুর রহমান জানান, আজ (৯ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ওই শিশুর মরদেহের সন্ধান পাওয়া যায়। মরদেহ স্থানীয় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

গত ২৫ আগস্ট জলাবদ্ধতার সময় চশমা খালের মুরাদপুর এলাকায় তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ (৫০)। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে গত ৩০ জুন মেয়র গলিতে একই খালে সিএনজিচালিত অটোরিকশা পড়ে গিয়ে চালকসহ দুজন মারা যান। ২৭ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদে নালায় পড়ে মারা যান বিশ্ববিদ্যালয়ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়া (১৯)।

Link copied!