মহামারি করোনা থেকে বাঁচার জন্য এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফরিদপুরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের গোয়ালচামট এলাকার শ্রীধাম শ্রীঅঙ্গন এ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জোসেফ সিদ্দিকী, অমরেশ সাহা, রাধেশ্যাম সাহা, রাজীফ সিদ্দিকী, বাপি ঘোষ কানাই সাহা প্রমুখ।
এর আগে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীধাম শ্রীঅঙ্গন সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী।