• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগের ১১ নেতাকর্মী বহিষ্কার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৮:০২ পিএম
আওয়ামী লীগের ১১ নেতাকর্মী বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, পঞ্চম ধাপে উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউপিতে দলীয় প্রার্থীর পাশাপাশি মাঠে আছেন বিদ্রোহী প্রার্থী। তাদের পক্ষে অনেক নেতাকর্মীই কাজ করছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে দলের ১১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে গিয়ে ওই নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে সত্যতা পাওয়া গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্র অনুযায়ী ওই ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।

Link copied!