• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আ. লীগের সমাবেশে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ১২:৩৭ পিএম
আ. লীগের সমাবেশে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১০০ জনের নামে মামলা হয়েছে। আসামিরা সবাই নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম শিপনের সমর্থক বলে জানা গেছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফার অফিস সহকারী মোস্তফা কামাল মুন্সি বাদী হয়ে  মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

মামলায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। যে চারজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন হৃদয় মজুমদার (২২), মো. মোজাম্মেল হক (৩৫), মো. শাহীন মিয়া (৩০) ও ভুট্টু (৩৭)। 

মামলার বাদী মোস্তফা কামাল মুন্সি বলেন, “বরকরই ইউনিয়নের বরকরই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ জানুয়ারি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম শিপন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশের আয়োজন করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা সেখানে উপস্থিত হয়ে কেন আচরণবিধি মানা হয়নি, তা সাইফুলকে জিজ্ঞেস করেন। এ সময় সাইফুলের ৫০ থেকে ১০০ জন সমর্থক সরকারি কর্তব্য পালনে বাধা দেয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, মামলার আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম শিপন বলেন, “এসব অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক।”

পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) বরকরই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

Link copied!