জয়পুরহাটের সদর উপজেলায় পাথরবোঝাই ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় রায়হান মণ্ডল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৭ নভেম্বর) সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে সদরের হিচমী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান মণ্ডল জয়পুরহাট সদর উপজেলা হিচমী গ্রামের মৃত আলাল মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পুরানাপৈল সড়কে পাথরবোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রাকটি পঞ্চগড় থেকে নওগাঁ যাচ্ছিল। পুরানাপৈল রেললাইনের ক্রসিংয়ে পড়লে ট্রাকের গতি কমান চালক। এ সময় ১২/১৩ জন লোক এসে ট্রাকে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেন। তাৎক্ষণিক ট্রাকের চালক ও অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
র্যাবের অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, “ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জয়পুরহাট থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হান মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”