• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বাঘাইছড়িতে পাহাড় ধস, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৪:২৭ পিএম
বাঘাইছড়িতে পাহাড় ধস, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘীনালা সড়কে দুইটিলা এলাকায় সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়েছে। পরে সেনাবাহিনীর চার ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে উপজেলার দুইটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, “রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি ধসে পড়েছে। খবর পেয়েই সেনাবাহিনী দ্রুত মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এই সড়কের ১৮ কিলোমিটার এলাকায় পাহাড় ধসের ঝুঁকি থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা টাঙিয়ে সতর্ক করা হয়েছে।”

 

Link copied!