• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুই নারীর মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ০৯:০৭ পিএম
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুই নারীর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম এবং বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফিরোজা বেগম গোসল করতে গিয়ে গোসলখানার টিনে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে নিলুফাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, দুই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Link copied!