• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ১০:২৮ এএম
ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সুরভী-৮ লঞ্চ। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশায় মেঘনার হাইমচর নামক স্থানে দুই লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে সোহেল নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সোহেল ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের সেলিম ফরাজির ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে সোমবার রাত ৯টায় রওনা হয়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লঞ্চটি ঢাকার উদ্দেশে যাচ্ছে। নিহত ও আহতরা লঞ্চেই আছেন।

Link copied!