• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

মিতালী এক্সপ্রেসের ধাক্কায় দুজন নিহত


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৮:১১ পিএম
মিতালী এক্সপ্রেসের ধাক্কায় দুজন নিহত

নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় পৃথক স্থানে এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (৩ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার দক্ষিণ চওড়া এবং সংগলশীর সুবর্ণখুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের মানিক চন্দ্রের ছেলে সৌরভ চন্দ্র (২০) এবং চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রামের তছির উদ্দিনের স্ত্রী আনিসা বেগম (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনটি। বেলা ১১টার দিকে সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান সৌরভ। তিনি মানসিক ভারসাম্যহীন ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। অন্যদিকে একই ইঞ্জিনে কাটা পড়ে মারা যান দক্ষিণ চওড়া এলাকার আনিসা বেগম। তিনি চোখ দিয়ে কম দেখতেন এবং কানে কম শুনতেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!