• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৯:২৬ পিএম
কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল শেখ (১৮) নামের এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব হাসামদিয়া গ্রামে মুন্সি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত টাইলস মিস্ত্রি ফরিদপুর সদর উপজেলার কবিরপুর চর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রাশেদুল মাগুরার জাহিদ মিস্ত্রির অধীনে টাইলস মিস্ত্রির কাজ করতেন। তারা দুজন পূর্ব হাসামদিয়া গ্রামের বাচ্চু মুন্সির বাড়ির দুই তলা ভবনে কাজ করছিলেন। কাজ করার সময় একপর্যায়ে বিল্ডিংয়ের পেছনে রাশেদুল বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেদ জানান, কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। রাশেদুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!