রাজশাহীতে দেশীয় অস্ত্র হাতে ভিডিও করে তা টিকটকে প্রচার করায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে বোয়ালিয়া থানা-পুলিশ তাদের তালাইমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাজশাহী নগরীর তালাইমারী বাদুরতলা এলাকার পিন্টুর ছেলে পিচ্চি আসাদ (২১) ও কেদুরমোড় এলাকার মামুনের ছেলে সালাউদ্দিন সোহাগ (১৯)।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, দেশীয় অস্ত্র হাতে ভিডিও ধারণ করে দুই আসামি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে সেই ভিডিও আপলোড করেন। বিষয়টি ভাইরাল হলে পুলিশের নজরে আসে। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে নিজ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।