• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

লালমোহনে এক দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৯:৫৯ এএম
লালমোহনে এক দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে এক দিনে পৃথক সময়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে পানিতে পড়া আরও এক শিশু। মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, সকালের দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চতলা এলাকায় মোসা. হুজাইফা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার মাওলানা মো. রাকিবের মেয়ে।

অপর দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মো. জুনায়েদ নামে আট বছরের আরেক শিশু পানিতে ডুবে মারা যায়। সে ওই এলাকার মো. জাকিরের ছেলে।

এ ছাড়া দুপুরে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকায় পানিতে ডুবে নুসরাত নামে ছয় বছরের আরও এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার লিটনের মেয়ে।

অন্যদিকে একই দিন সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে পড়ার পর রুহা নামে আড়াই বছরের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হামিদা আকতার বলেন, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পানিতে পড়া চার শিশুকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে তিনজনকেই মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Link copied!