• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

আরব আমিরাতে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৯:০৭ এএম
আরব আমিরাতে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে একটি ফার্নিচারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে আমিরাতের শারজাহ শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির পলতি তারাবাড়িয়া গ্রামের আবু তাহের পাটোয়ারী বাড়ির মো.  ইউসুফ (৪৩), একই এলাকার বড়বাড়ির তারেক হোসেন বাদল (৪০) ও পলতি হারিছ মিয়ার বাড়ির মো. রাসেল (৩০)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ও নিহত ফার্নিচার দোকান ব্যবসায়ীর বড় ভাই ডাক্তার মো. রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে ভেতরে ইউছুফ, রাসেল ও মো. তারেক হোসেন ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে লাগে। এতে তিনজনই অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

নিহত ইউসুফের ছোট ভাই গোলাম রসুল বলেন, “আমার বড় ভাই ২৫ বছর ধরে আমিরাতে প্রবাসজীবন কাটাচ্ছেন। তিনি শারজাহ শহরে একটি ফার্নিচার তৈরির কারখানায় কাজ করতেন।”

ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত প্রবাসীদের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে পুলিশ।
 

Link copied!