• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে ২ জঙ্গির রায় ঘোষণা


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৪:৪৫ পিএম
লালমনিরহাটে ২ জঙ্গির রায় ঘোষণা

লালমনিরহাটে ২ জঙ্গিকে ১৪ বছর করে সাজা প্রদান করেছেন জেলা জজ আদালত। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশেষ ট্রাইবুনাল ১ এর বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষনা করেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি মো. রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হাসান ওরফে নাহিদ বাবুকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অপরাধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬, ১০ ও ১৩ ধারা মোতাবেক উভয় আসামিকেই ১৪ বছর করে সাজা প্রদান করেন আদালত। এ সময় উভয় আসামিকে ২০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এর আগে, ২০১৭ সালের ২৯ আগস্ট জেলার হাতীবান্ধা উপজেলায় গোপন বৈঠক করার সময় একটি বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ৪ আসামিকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!