পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ মে) সকালে পাবনার সদর উপজেলার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত মনছের আলী মণ্ডলের ছেলে হাবিব মণ্ডল (৩৬) ও জহুরুল মণ্ডল (৩২) এবং একই গ্রামের মৃত মনছের প্রামানিকের ছেলে হবিবার রহমান (৬০)।
এর আগে মঙ্গলবার (৯ মে) দুপুরে পাবনা সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়া গ্রামের মুজিব বাধ এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। আধিপত্য বিস্তার ও আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ঘটনার পর মঙ্গলবার রাতে আহত ইসাহক প্রামানিকের ছেলে আসিফ হোসাইন রকি বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



































