• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

শেষ হলো ৪৯ তম কঠিন চীবর দান উৎসব


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৬:১০ পিএম
শেষ হলো ৪৯ তম কঠিন চীবর দান উৎসব

রাঙ্গামাটির রাজবন বিহারে ৪৯ তম দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শেষ হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উৎসবের মূল আকর্ষণ কঠিন চীবরটি রাজবন বিহার আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।

এ সময় লাখো পুণ্যার্থীর মন্ত্র উচ্চারণে মুখরিত হয় রাজবন বিহার প্রাঙ্গন। এ উৎসবে যোগ দিতে প্রতি বছর দেশ-বিদেশ থেকে লাখো পুণার্থীর সমাগম ঘটে রাজবন বিহারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এমপি দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, চাকমা রানি য়েন য়েন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি সরকারি কলেজের অধক্ষ্য তুষার কান্তি বড়ুয়া প্রমুখ।

দিনব্যাপী এই অনুষ্ঠানে কঠিন চীবর দান ছাড়াও বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতুরু দান, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্য অর্থ দান ও হাজার প্রদীপ দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

Link copied!