• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৪:২২ পিএম
রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. নুর ইসলাম উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

স্বজনেরা জানান, বুধবার (আজ) সকালের দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে বাড়ির আঙিনায় লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে মাথায় পানি দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক আজকের পত্রিকাকে বলেন, ‘পঁচাত্তর বছর বয়সী ওই রোগী দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।’

Link copied!