• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস, বিএনপি নেতা গ্রেপ্তার


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১১:০৮ এএম
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পৌরসভার উত্তর বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

আফজাল হোসেন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু বাদী হয়ে মামলা করেন। মামলায় সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদার মিমি (২৫), তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদার (৬০) এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়। বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম শিকদারকে গ্রেপ্তার করে। তাকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” 

Link copied!