• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

বরিশালে জনসভা মঞ্চে শেখ হাসিনা


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০৩:৩৭ পিএম
বরিশালে জনসভা মঞ্চে শেখ হাসিনা
বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বরিশালের জনসভা মঞ্চে উপস্থিত শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বরিশাল পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সার্কিট হাউসে অল্প সময় বিশ্রামের পর বেলা তিনটার দিকে জনসভার মঞ্চে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও আছেন।

মঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশে হাত তুলে তাদের অভিবাদনের জবাব দেন। এরপর হাতে নৌকার পতাকা নাড়িয়ে মঞ্চের এক পাশ থেকে হেঁটে আরেক পাশে যান। শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও উপস্থিত হন।

এর আগে, দুপুর ১টার দিকে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ফোরকানের বক্তব্যের মাধ্যমে জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

এ ছাড়া জনসভামঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুল হাফিজ মল্লিক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, বরিশালের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, শাজাহান ওমর বীর উত্তম, দলের দপ্তর সস্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল মহনগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।

এদিকে শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আসা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকে ভরে গেছে লাল সবুজের পতাকায় ভরে গেছে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যান। এরই মধ্যে বঙ্গবন্ধু উদ্যানের অর্ধেকের বেশি ভরে গেছে নেতা-কর্মীদের উপস্থিতিতে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মতে, শেখ হাসিনার এই সফরে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। এদিকে শেখ হাসিনার এই জনসভায় ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, শিল্পনগরী গড়াসহ ছয়-সাতটি দাবি তুলতে পারেন দলটির শীর্ষ নেতারা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গঠিত কমিটির সদস্য বলরাম পোদ্দার।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ বরিশালে গিয়েছিলেন শেখ হাসিনা। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালী জেলার সীমান্ত বরাবর পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেন। পরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তৃতা দেন।

Link copied!