• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

পুলিশে চাকরি দিতে ১০ লাখ টাকার চুক্তি, যুবক আটক


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৯:০০ পিএম
পুলিশে চাকরি দিতে ১০ লাখ টাকার চুক্তি, যুবক আটক

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে আবুল হায়াত (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার সময় জেলা পুলিশ লাইনসের ১ নম্বর গেট থেকে তাকে আটক করা হয়।

আটক আবুল হায়াত শেরপুরের শ্রীবর্দী উপজেলার চিতলিয়া পাড়া (সওদাগর বাড়ি) এলাকার মৃত মলুম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, জামালপুরে ২৯ অক্টোবর থেকে তিন দিনব্যাপী পুলিশ নিয়োগ পরীক্ষা চলছে। জামালপুর পৌরসভার তেঁতুলিয়া পাড়ার সালাহ উদ্দিনের ছেলে কামরুল হাসান শাহেদকে (১৯) ১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ করিয়ে চুক্তি করেন আবুল হায়াত। চুক্তি অনুযায়ী প্রথমে ৫০ হাজার টাকা ও বাকি টাকা চাকরি হওয়ার পরে দেওয়ার কথা।

বুধবার দুপুরে জেলা পুলিশ লাইনসের ১ নম্বর গেটের সামনে আবুল হায়াত গোপনে সালাহ উদ্দিনের সঙ্গে আলোচনা করেন। খবর পেয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ ঘটনায় সালাহ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল হায়াত পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর সঙ্গে টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন। তার মোবাইল থেকে চাকরিপ্রার্থীদের প্রবেশপত্র ও বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে।

Link copied!