• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ভুল ট্রেনে উঠে নামার সময় প্রাণ গেল যাত্রীর


যশোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০৪:০১ পিএম
ভুল ট্রেনে উঠে নামার সময় প্রাণ গেল যাত্রীর
ফাইল ছবি

যশোরে ভুল ট্রেনে ওঠার পর নামতে গিয়ে পা ফসকে পড়ে জাবেদ আলী (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েগেছেন।

বুধবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে যশোর রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জাবেদ আলী কুষ্টিয়া সদরের দহকুলা গ্রামের মুন্দির মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জাবেদ আলী কুষ্টিয়ায় যাওয়ার জন্য মহানন্দা এক্সপ্রেসে চড়তে চেয়েছিলেন। এর আগে বেনাপোলগামী বেতনা ট্রেন স্টেশনে আসেন তিনি। দ্রুত এসে তিনি ভুল ট্রেনে চড়ে বসেন। ওঠার পর বুঝতে পারেন এটি তার গন্তব্যের ট্রেন নয়। ততক্ষণে ট্রেন প্লাটফর্ম ছেড়েছে। তিনি চলন্ত ট্রেন থেকে রেলগেট এলাকায় (প্লাটফর্ম থেকে ৬০/৭০ গজ দূরে) নামার জন্য লাফ দেন। এ সময় পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে গেলে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে মারা যান।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিতোষ বিশ্বাস বলেন, “ভুল ট্রেনে চড়ার পর তিনি নামার চেষ্টা করেছিলেন। এ সময় কাটা পড়ে তার মৃত্যু হয়। এসময় তার থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হই।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!